ফল্গুধারা
হাকিকুর রহমান
কল্পলোকের সিঁড়িটাতো
স্বল্পালোকে যায়না দেখা,
ফল্গুধারা যায় যে বয়ে
বল্গাবিহীন সীমারেখা।
প্রাণে জাগে কোনসে ভাষা
বেঁচে থাকার স্বপ্ন আশা।
ভবের খেয়া বাইতে এসে
গেলাম আমি কোথায় ভেসে।
মনটা যে হয় ছিন্ন-ভিন্ন
দেখিনাতো পথের চিহ্ন।
তবুও আশায় চলছি পথে
ফল্গুধারার প্রকার মতে।
No comments:
Post a Comment