উন্মেষ
হাকিকুর রহমান
চেতনার দ্বারে, খুঁজি আমি কারে
বিকশিত বাতায়নে
করিয়া বিলাপ, শুধু অনুতাপ
হৃদয়ের সাথে অবগুন্ঠিত আলাপনে।
কোথা হতে হেরি, সহেনাকো দেরী
জ্বলে ক্ষীণ দীপশিখা
মায়াজাল ঘিরে, মম অন্তরে
যেনো ক্ষণিকের প্রহেলিকা।
স্তব্ধিয়া নিমেষ, ভাবি অনিশেষ
দৃশ্যিত হয়না তবু
ভাবনার ভিড়ে, স্তম্ভিতে ফিরে
ঘোলাজলে হাবুডুবু।
No comments:
Post a Comment