বীণার তার
হাকিকুর রহমান
বীণার তারে বাজে এ কোন সুর,
সে সুর গাঁথে হৃদয় মাঝে, বড়ই সুমধুর।।
নায়ের মাঝি দাও ভাসিয়ে
মেলে দখিন বায়ে,
তরতরিয়ে ভিড়তে হবে
কোন সে অচিন গাঁয়ে।
সেই খানেতে পড়ে আছে
আমার হৃদয় খানি,
সকাল-সাঁঝে সকল কাজে
দেয় মোরে হাতছানি।
বিনি সুতার মালা গেঁথে
পরিয়ে দেবো তারে,
পড়বে যে তার পায়ের চিহ্ন
কবে আমার দ্বারে।
সেই আশাতে সময় গুলো
দিলাম করে পার,
ভিড়বে কবে নাওটি আমার
পাবো দেখা তার।
No comments:
Post a Comment