Tuesday, June 8, 2021

 

সন্ধ্যা প্রদীপ
হাকিকুর রহমান
সন্ধ্যা প্রদীপ রেখেছি জ্বালিয়ে
আসুক না রজনী ঘিরে,
ঢেঁকে দিক তার মায়াবী আঁচলে
আঁধারের বুক চিরে।
কানন তলেতে পড়ুক না ঝরে
বকুল, পারুল, জুঁই
গগন ভরে উঠিলো যে চাঁদ
তাহারে যে কোথা থুই।
তোরণটি খুলে বসে আছে হোতা
কোন সে বিরহিনী,
উদাস নয়নে চেয়ে রয় দূরে
মনে হয় তারে চিনি।
ললাটের টিপ জ্বালায়ে জ্বলিছে
দূরের ঐ তারাগুলি,
মনে পড়ে যায় অতীতের কথা
কি করে যে তাহা ভুলি।

No comments:

Post a Comment