Tuesday, June 8, 2021

 

যে পাখি উড়ে গেছে
হাকিকুর রহমান
যে পাখি উড়ে গেছে, সে কি আর ফিরবে বলো
যে বাঁশি ভেঙ্গে গেছে, সে কি আর জুড়বে বলো।।
নিষেধের বেড়াজালে ছিলাম রেখে ঢেঁকে
ভাবনার উর্ধ্বে উঠে নিলাম তারে ডেকে-
যে নদী বয়ে গেছে, সে কি আর থামবে বলো।।
কাননের ফুলগুলি সব ঝরছে এলোমেলো
বাঁশরীর সুরগুলি সব থমকে থেমে গেলো-
যে ছবি মুছে গেছে, তা কি আর আঁকবে বলো।।
সাগরের লহর যেমন নেই যে সীমারেখা
বেদনার প্রহর তেমন যায়না তারে দেখা-
যে কবি থেমে গেছে, সে কি আর লিখবে বলো।।
রচনাকাল- ২৬/০৯/২০১৮

No comments:

Post a Comment