বৃহৎ হৃদয়
হাকিকুর রহমান
চাঁদের কিরণ হেরিয়া, নিজে মৃদু হাসে
হয় সে অতিশয় প্রীত
কহে সূর্যকে, ওহে মহারথী
করিতে পারিবে কি, এই ধরাকে
এমনিতর মোহিত।
চাহিয়া দেখোহে, লহরীতে ভরা
সাগরের মোহনায়
রূপালী আভাতে, ভরায়ে দিয়াছি
অবারিত জোসনায়।
পারিবেকি তুমি, এমনি করিয়া
হইতে ওহে রমণীয়
তোমার কিরণে, তপ্ত হয় ধরা
নওহে তুমি নমনীয়।
সূর্য থামিয়া কয়, ওহে মোহময়ী-
ঐ যে আভা, সেতো উদ্বীপ্ত মনে
দিয়াছি তোমারে ধার,
লিখে যাক কবি কাব্যে
বয়ে যাক নদী নাব্যে
রয়েছিতো আমি সদা প্রীত হয়ে
তব আলোর আধার।
No comments:
Post a Comment