পথিকের চরণ
হাকিকুর রহমান
পথিকের চরণে কভু কি ক্লান্তি থাকে?
তাহলে, কি করে ফিরবে, অচিন গাঁয়ের বাঁকে বাঁকে।
নিজের আত্মাটাকে তো কবেই সঁপেছে পথের কাছে,
যদিও বা শুধাবেনা কেহো, ওহে কেমন আছো?
তথাপি ছুটে চলে ক্লান্তিহীন, পুরোনো স্মৃতিগুলোকে লয়ে পাছে।
নিয়তির পরীক্ষায় উত্তীর্ণ হবার উপায় নেই,
তবুও, সীমাকে অতিক্রম করার প্রচেষ্টায় রত রয় সেই।
কেই বা কবে যে কি বীজ বুনেছে জীবনের মাঠে,
কঙ্কালসার দেহখানি লয়ে, পথের কাঙাল, তবুও তো হাটে।
জনশূন্যতার মাঝ দিয়ে, চোখের কম্পাসই তাকে দেয় দিকনির্দেশনা
বোবা অতীত, সেতো নির্বাক চেয়ে রয়, দেয় তারে নিস্তব্ধ প্রেরণা।
কবে কবে যে, নামটা লিখিয়েছে, লক্ষীছাড়াদের দলে
পথটাই কখোনও হয় সাথী, আবার কখনও বিদ্রুপ করে নানা ছলে।
রৌদ্রদগ্ধ পথখানা, যেখানে হামাগুড়ি দেয় ভরা চৈত্র
তবুও তাকে এগিয়ে যেতে নেই মানা,
কাকেই বা শুধাবে, গন্তব্যটা কোথায়? আর ওদিকে
অস্তগামী সূর্যের দ্বারে নিকষ আঁধার দেয় হানা।
আশাগুলো, সেই সে কবে, খসে পড়ে গেছে,
যা ছিলো লুকোনো তোরণ চূড়ে
জীবনের গানগুলো, তাতো, বিলীন হয়েছে
নাম-না-জানা ঠিকানায় উড়ে উড়ে।
No comments:
Post a Comment