জ্ঞানের আলো
হাকিকুর রহমান
এসেছি একা, যাবো একা
এটা রেখো মন
কোনই কাজে দেবেনা
যতই থাকুক বন্ধু-স্বজন।
যাওয়ার পথে, আসার পথে
করেছি যে সব কাজ
হিসেব সবই দিতে হবে
বুঝতে হবে আজ।
মনের মাঝে এই কথাটি
রেখে চলাই ভালো
আসা-যাওয়ার পথে তুমি
জ্বালাও জ্ঞানের আলো।
No comments:
Post a Comment