Friday, November 29, 2019


বৌ
হাকিকুর রহমান

বৌটি যাবে শ্বশুর বাড়ি
বাক্স পেটরা বেঁধে
জামাই বাবু আছেন বসে
রাগ-রাগিনী সেঁধে।
কাঁচ কলা, পাঁকা বেল
আর হাতে তোলা ঘি
আমসত্ব, গুড়ের নাড়ু
সাথে দিয়েছি।
বাতাবি লেবু, জামরুল
আর ঘরে পাতা দৈ
পাটালি গুড়, চিড়া, মুড়ি
বিন্নি ধানের খৈ।
পটল, বেগুন, কুমড়ো
আর জালে ধরা রুই
রইলো বাকি আরো কিছু
এদের কোথায় থুই!

No comments:

Post a Comment