Sunday, November 17, 2019


দখীন হাওয়া
হাকিকুর রহমান

দখীন হাওয়া
যাও মোরে নিয়া
আমি চাই যেতে চাই
ঐ গাঁয়ের বাঁকে
যেথায় পড়ে আছে
আমার হিয়া।
আমার মন পড়ে রয়
সোনা রঙের ধানের মাঠে
আমার মন পড়ে রয়
শাপলা ঘেরা পুকুর ঘাটে
আমার মন পড়ে রয়
জোসনা ভেজা খেলার মাঠে
আমার মন পড়ে রয়
রঙ ভরানো গাঁয়ের হাটে।
সুর্যি যখন যায়যে পাটে
দাদী, নানী গল্পে মাতে
বাঁশ বাগানে জোনাক জ্বলে
পাটের ক্ষেতে সোনা ফলে
এই নয়নাভিরাম দৃশ্য দেখি
প্রাণ মন দিয়া।
আমি চাই যেতে চাই
ঐ গাঁয়ের বাঁকে
যেথায় পড়ে আছে
আমার হিয়া।

No comments:

Post a Comment