তাজমহল
হাকিকুর রহমান
মুঘল সম্রাট, শাহজাহান
তাঁর স্ত্রী
আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে
তৈরী করেন, এক রাজকীয় সমাধি-
সবাই চিনে একে, "তাজমহল" নামে,
যা যমুনার তীরে আছে দাঁড়িয়ে
নিয়ে তার বিশালতার পরিধি।
১৬৩২ খ্রিস্টাব্দে শুরু হয়ে-
১৬৫৩ খ্রিস্টাব্দে তা শেষ হয়,
২১ বছরে হাজারো কারিগর, স্থপতি, শ্রমিক
এর নির্মানে নিবেদিত ছিল সেথায়।
উস্তাদ আহমেদ লাহুরী ছিলেন
এর মূল নকশাকারক,
সাদা মার্বেলের গোম্বজাকৃতির সমাধিটা-
হচ্ছে এক জটিল অখন্ড, স্থাপত্যের ধারক।
প্রতি বছর, লাখো মানুষের ঢল নামে
ভালোবাসার এই নিদর্শন দেখার জন্য,
দেখে সবাই আপ্লুত হয়-
সকলের হৃদয়ে, এটা দাগ কাটে অনন্য।
No comments:
Post a Comment