Thursday, November 28, 2019


তাসের ঘর
হাকিকুর রহমান

গোলাম, বিবি, সাহেব, টেক্কা,
কে কাহারে করিবে টেক্কা;
পৃথিবীটা তো তাসের ঘর-
মায়া মমতার বাঁধন ছিড়ে,
খাঁচার পাখিটা গেলো যে উড়ে;
আপন যারা ছিলো, হলো পর।

No comments:

Post a Comment