Sunday, November 17, 2019


ফাগুনের বৃষ্টি
হাকিকুর রহমান

ভরা ফাগুনে, এক পশলা বৃষ্টি
বাতাস হয়েছে নির্মল, অচ্ছ-
একি অপরূপ সৃষ্টি।
ভিজিতেছে ডালে চাতক, চাতকী
ডাকিতেছে "ফটিক জল"
দিবাকর ঢেকে আছে মেঘের আড়ালে
শীতল হলো ধরাতল।
ঝরিতেছে বারি মাঠে-প্রান্তরে
পড়িতেছে টিনের চালে
জাগায় প্রান তটিনীর কোলে
বাড়িয়ে জল, মাতামুহুরীর নালে।
সাজিতেছে প্রকৃতি, কি মায়াবী সাজে
সাগর, পাহাড়, বনানী
ফুটিয়ে শিমুল, পলাশ, বকুল
স্নিগ্ধতায় ভরিছে ধরনী।

No comments:

Post a Comment