Thursday, November 28, 2019

বিধান
হাকিকুর রহমান

একালের কাজ ওকালে করবো
সেটা করা যাবেনা আর
এ কপালের সুখ ঐ কপালে দিবো
বদলানো যাবেনা তার।
যার যেটুকু আছে পাওনা
আছে যেটুকু প্রাপ্য
পেতে হবে তাকে সেটুকু সেখানে
হবেনা তার বিকল্প।
বিধির বিধান লেখা আছে সেথা
হিসাব সবই তাঁর ন্যায্য
এখন শুধু অনুধাবনের পালা
করে যেতে হবে ধৈর্য।

No comments:

Post a Comment