স্বাধীনতার মাসে
হাকিকুর রহমান
লাখো শহীদের রক্ত
মিশে আছে এই বাংলার মাটিতে
পারিবেনা কেহ, আঘাত হানিতে
এই দুর্ভেদ্য ঘাঁটিতে।
কতনা মায়ের অশ্রু ঝরেছে
কতনা বোনের সম্ভ্রম
গড়িতে হইবে দেশটাকে মোদের
পন্থা ধরিয়া উত্তম।
থাকিবেনা হেথা কোন হানাহানি
থাকিবেনা কোন বিদ্বেষ
ছড়াক চারিদিকে শান্তির সুবাতাস
চেতনার হউক উন্মেষ।
No comments:
Post a Comment