Friday, November 29, 2019


ফাগুনের ক্ষণে
হাকিকুর রহমান

শাখায় বসে ডাকে কোকিল, ভরা দখীন বায়
আকাশ পানে অধীর হয়ে, কি যেনো সে চায়।
শান্ত দিঘীর পাড়ে বসি, উদাস বাউল ভাবে
গ্রাম ছাড়িয়ে তেপান্তরে, কোন পথে সে যাবে।
ঝলমলিয়ে উঠলো জেগে, ভোরের দিবাকর
আলতো চোখে ঘুমিয়ে পড়ে, বনের নিশাচর।
থিরি থিরি বইছে নদী, ভাটিয়ারীর পানে
চলছে সেযে নিরবধি, সাগর বেলার টানে।
ধানশালিকের আনাগোনা, চলছে সারা মাঠে
শিশির ভেজা ঘাসের উপর, গাঁয়ের চাষী হাটে।
কৃষ্ণচূড়া রঙ ছড়ালো, ফাগুনেরো ক্ষণে
আম্রপালির মধুর সুবাস, ভরলো সারা বনে।
খুকুমনি উঠলো জেগে, মুখে নিয়ে হাসি
মায়ায় ভরা মুখটি যে তার, তারে ভালোবাসি।

No comments:

Post a Comment