Thursday, November 28, 2019


প্রাপ্তি
হাকিকুর রহমান

বিস্তৃতির সন্ধিক্ষণে, সারাক্ষণ বিচরণ
ভাবনার অবতারণে, সর্বক্ষেত্র বিলক্ষণ।
সুচিন্তিত মতামতে, অনাগত ভবিষ্যৎ
সামঞ্জস্যতার অভিমতে, অধ্যুষিত জনপথ।
নেত্রের পর্যবেক্ষণে, ক্ষেত্রের সৃষ্টি
বহমান স্মৃতিচারণে, জাগে অর্ন্তদৃষ্টি।
পরিমিত পরিসরে, পূনরায় পদচারণা
প্রাপ্যতার অবসরে, বিস্মৃত অনুশোচনা।

No comments:

Post a Comment