Friday, November 29, 2019

মা ও শিশু
হাকিকুর রহমান

মায়ের কোলে শিশু দোলে
কান্নাকাটি ভুলে
চাঁদের মতো মুখটি যে তার
দেখি নয়ন তুলে।
মা-ই কেবল বুঝতে পারে
ছোট্ট শিশুর ভাষা
মা ও শিশুর ভালোবাসা
স্নেহ দিয়ে ঠাসা।
মা ও শিশুর ভালোবাসা
অমর হয়ে থাক
পৃথিবীময় সেই মমতা
যাক ছড়িয়ে যাক।

No comments:

Post a Comment