পুলকিত অনুক্ষণ
হাকিকুর রহমান
খুলিয়া পরান, গাহিতেছি গান
কাটিবে কি ঘণঘোর
সুললিত সুরে, ডাকিলো কে দূরে
পশিলো প্রাণেতে মোর।
চপলা চাহুনি, বন হরিণী
নাচিয়া চলিছে কোথা
গোমতীর ধাঁরে, নব অভিসারে
সকলে ছুটিছে হোথা।
সুরভিত ক্ষণে, বিচলিত মনে
কাহারে ডাকিয়া ফিরি
আবেগিত ছলে, নয়নের জলে
ঢাঁকিলো আঁধার ঘিরি।
ভরিয়া গাগরী, চলিছে নাগরী
চমকিত বেনুবন
পাপিয়া গাহিছে, চাতকী চাহিছে
পুলকিত অনুক্ষণ।
No comments:
Post a Comment