ছড়াঃ জামাই
হাকিকুর রহমান
কে এসেছে, কে এসেছে
জামাই এসেছে
শীতল পাটি বিছিয়ে দিছি
জুড়ে বসেছে।
জামাই এলো টোপর মাথায়
ঘুঘু ডাকে চালের বাতায়।
আয়রে ভতু, আয়রে নতু
দেখবি এসে জামাই,
পাঠশালাতে যায়নি যে কেউ
সব করেছে কামাই।
পালকি থেকে নামল জামাই
বড় খানকা ঘরে
হুমড়ি খেয়ে পড়লো সবাই
একটু দেখার তরে।
বাজছে কত বাদ্য যে আজ
বাজছে কত ঢোল
ফাটবে বোধহয় কানের তালা
বেজায় গন্ডগোল।
কেউ শোনেনা কোনও কথা
সবাই ওঠে মেতে
কলার পাতা বিছিয়ে দিয়ে
বসলো সবাই খেতে।
এমন করেই আগের দিনে
বিয়ে হতো সারা
এখন সবই হারিয়ে গেছে
ভুলেই গেছে ধারা।
(গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্যকে
একটু স্মরণ করলাম।)
No comments:
Post a Comment