কি বলে ডাকি
হাকিকুর রহমান
নিটোল আকাশ জুড়ে
মেঘের ঘটা
সিঞ্চিত নদী জলে
শাওনের ছটা।।
শাখেতে দুলিছে হেরো
জুঁই, চামেলী
সাথে যোগ দিল আরো
টগর, বেলি।
আঁখি মেলে চাহে
ওই বন বিথীকা
লিখে যায় সারাক্ষণ
কোন লিপিকা।
সঘন গহন বনে
জ্বলে জোনাকি
স্মৃতিরা হারালো সেথা
কি বলে ডাকি।।
No comments:
Post a Comment