অনুক্ষণ
হাকিকুর রহমান
পাখ-পাখালি গাইলো যে গান
কুঞ্জলতার শাখায় দুলে
রঙ্গিলা নাও ভাসছে দূরে
থামবে সে যে অচিন কূলে।
শাপলা ফুলের ঢ্যাপর তুলে
খুকুমণি খাচ্ছে দেখো
বনের ধারে কাঠবেড়ালি
বলছে তারে একটু রেখো।
ধানশালিকের আনাগোনা
চলছে সারা মাঠে
গুটিপোকা খুঁজেই চাষার
সারাটা দিন কাটে।
সুরে সুরে গাইছে শোনো
ঘরছাড়া বিবাগী
সারাজনম এমনি করে
কাঁদে যে কার লাগি।
বাঁশের বাঁশি বাজিয়ে রাখাল
রইছে গাছের ছায়
রঙিন শাড়ির উড়িয়ে আঁচল
বউটি হেঁটে যায়।
ছন্নছাড়া দিনগুলো সব
উদাস করে মন
কালগুলো তাই হৃদয় মাঝে
রইলো অনুক্ষণ।
No comments:
Post a Comment