Friday, July 16, 2021

 

অতীত
হাকিকুর রহমান 
 
চেয়ে রই, চেয়ে রই-
আঁধার ঘেরা অনন্তরাতে কার সাথে কথা কই!
অতীত!
সেতো গোপনচারী, বাছ-বিচারের নেই ধার ধারি,
কোন অবচেতনে, সংগোপনে তবু জীবনের দাঁড় বই।
সঞ্চারিত মনে সাঁজিয়ে রেখেছি,
কত দিবসের সঞ্চয়-
রাগে-অনুরাগে জাগিয়ে রেখেছি,
কোন চেতনার লয়।
স্তব্ধ অতীত!!
তুমিতো অতি সংগোপনে,
কাজ করে যাও অতিশয় গোপনে।
চপলতাহীন, বিষন্ন দিন-
বয়ে যায় স্রোতোবহা ধারায় অন্তহীন,
ঝঞ্ঝার পথে আশাহত হয়ে সবই সই।
চেয়ে রই, চেয়ে রই।

No comments:

Post a Comment