Friday, July 16, 2021

 

ছড়াক্কা
হাকিকুর রহমান 
 
ছড়ার উপর ছড়া, লাইগছে বিজায় চড়া
ছড়ার বুকির মদ্দিখানে কইরচে লড়াচড়া।।
পানসি নাওয়ে চইড়ে, কে যে দিলো বইড়ে
ছাদের উপর হোগলা পাতা, ওতেই হইবে খড়া।।
কাদের আলী খামখেয়ালি, লিকলো ছড়া হালি হালি-
এ্যাকন আমি কেমনি কইরে, ভাযি ডাইলের বড়া।।
নুন আইনতে পান্তা তো শেষ
সাদের খাওয়া লেইগলো তো বেশ।
রাযায় রাযায় যুদ্দু করে, ফকিন্নিটা কেইন্দে মরে
ধোঢ়া সাপে দিইলো কেইটে, দাত বসায়ে কড়া।।
ছড়ার উপর ছড়া, লাইগছে বিজায় চড়া।
(বইড়ে- দাবার চাল, খড়া- খড়ি)

No comments:

Post a Comment