লবডঙ্কা
হাকিকুর রহমান
জনে জনে গুনে যায়
ঘুষ খাওয়া টংকা,
মেলে না তো কোনোমতে
সবই লবডঙ্কা।
হেথা খোঁজে, হোথা খোঁজে
টাকাগুলো গেল কই?
কার টাকা, কে যে মারে
করে চলে চৈ হৈ।
চোরে চোরে, হবেনা তো
কোনদিন মিশ মিল,
নড়চড় হলে পরে
পিঠে পড়ে গোটা কিল।
এভাবেই চলিতেছে
সারাদেশে বখরা,
যে যা বলে বলে যাক
চলে শুধু নখরা।
No comments:
Post a Comment