ছড়াঃ বাঁচার আশা
হাকিকুর রহমান
আবোল তাবোল বকছি বেজায়
মাথায় নাকি হলো দোষ,
বাড়িতে নেই সওদাপাতি
গিন্নি করে উঠেন ফোস।
“আমড়া কাঠের ঢেকি” হয়ে
কাটিয়ে দিলাম সারাটা কাল,
যেমন কম্ম তেমন ফলে
হচ্ছি এখন বেজায় নাকাল।
হাতের পাতের যা ছিলো সব
ভেঙেচুরে খেয়ে ফেলে,
মনের জ্বালায় খেই হারিয়ে
কইছি শুধু এলেবেলে।
রাংতা দিয়ে গড়া পুতুল
টিকবে কি আর বেশিদিন,
রইছি বসে “ঘাটের মরা”
বাঁচার আশা হ’লো ক্ষীণ।
No comments:
Post a Comment