Friday, July 16, 2021

 

ছড়াঃ যায় যে বেলা
হাকিকুর রহমান 
 
আয়রে খোকন সোনার বদন
মা বলে, চাঁন, মানিক, রতন
দুধ কলা দে’ খাবি রে ভাত
পিড়িটাকে জলদি রে পাত।
হুলো বেড়াল ওই যে বসা
যদিও সে কানে ঠসা
পাতের আহার নেবে কেড়ে
মিয়াও বলে লেজটা নেড়ে।
জলদি করে খারে সোনা
বাজার করে আনলো পোনা
কাটতে হবে হেশেল ঘরে
রাঁধতে হবে উনুন ধরে।
আসছে সবাই খাবার চাই
দেরী হলে রক্ষে নাই
তাইতো বলি নেরে খেয়ে
বেলাটাযে যাচ্ছে ধেঁয়ে।

No comments:

Post a Comment