চৈতী চাঁদের আলো
হাকিকুর রহমান
লাগলো চোখে চৈতী চাঁদের আলো
ঘুম ভাঙিয়ে ডাকলো কাছে লাগলো বড়ই ভালো।।
প্রদীপ, সেতো নিভিয়েছি বহু আগে
তন্দ্রাহারা দু’টি আঁখি চাঁদের সাথে রাত্রি জাগে।
কোন বিরহী বাজায় বাঁশি ঐ দূরে
আলোড়িত প্রাণ কেড়ে নেয় সেই সুরে।
বুলবুলিটা ডাকছে শাখে অবিরত
বাঁধনহারা দিন পড়ে রয় অনাগত।
No comments:
Post a Comment