Friday, July 16, 2021

 

বেশ আছি কাছাকাছি
হাকিকুর রহমান 
 
বেশ আছি, সুখেই আছি,
বেদনার সরোবরে ডুবেই আছি-
বহু স্বপনের স্বাক্ষী হয়ে,
নিদ্রাহীন জেগেই আছি,
অনেক খরার মাঝে,
নতুন খরা হয়ে বেঁচে আছি-
ঘাসফুলগুলোর সঙ্গী হয়ে,
শিশিরের মাঝে বেশ আছি,
কাছাকাছি,
সাগর বেলার বালুচরের কাছাকাছি।
রঙিন রুমালের আল্পনা হয়ে,
আঁকাবাঁকা চোখে চেয়ে আছি-
বুনো জাঙ্গলার আগাছা হয়ে,
নলখাগড়ার ডালে ঝুলে আছি,
অপমানিত হবার আগেই,
লজ্জা ঢেঁকে নিয়ে দূরে আছি-
ঘন মেঘের আচ্ছাদনে,
নিজেরে লুকিয়ে রেখে জেগে আছি,
কাছাকাছি,
তবুও বেদনার স্রোতে ভেসে আছি, কাছাকাছি।
আকাশের উসকো খুসকো চুলে,
বিলি দেবার তরে সেজে আছি-
পাতার ফাঁক দিয়ে গলে আসা,
একটু আলো দেখার তরে বসে আছি,
কাছাকাছি,
না বলা কথাগুলোর অতিশয় কাছাকাছি।

No comments:

Post a Comment