Friday, December 13, 2019


আহ্বান
হাকিকুর রহমান

কে মোরে দেখালে
ঐ আলোর ঝরণাধারা
আমি আপ্লুত, আমি বিমোহিত
আমি আনন্দে আত্মহারা।
কে মোরে শোনালে
ঐ আগমনীর বাণী
ঘুঁচে গেলো যত জরা মোর
মুছে গেলো যত গ্লানি।
জাগালে প্রাণে মোর
বেঁচে থাকার অনুপ্রেরণা
হৃদয়ে আমার দিলে ভরে
নতুন এক চেতনা।
জ্বালালে এ বেলায় তুমি
কোন সে আশার আলো
সমুখের পানে পা বাড়িয়ে আবার
মনে লাগে বড় ভালো।

No comments:

Post a Comment