শেষের শুরু
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
গোটা ধরিত্রীটা থমকে গেছে হঠাৎ করে,
কোন এক অজানা আতংকে-
থেমে গেছে কোলাহল,
থেমে গেছে চলাচল,
থেমে গেছে উচ্ছলতা।
নিজেরই অজান্তে,
কিম্বা নিজেরই ইচ্ছায়,
পরিচিত অথচ এক অপরিচিত গন্ডীতে
সীমিত পদচারণ-
ক্লিষ্ট গগনের পানে
নির্লিপ্ত চেয়ে ফেরা।
কে কোথায় আছো, পরিজনেরা?
সাড়া দাও!
কারণ মনটা খুব মুখিয়ে আছে,
স্বজনের সাথে একটু কথোপকথন,
কিম্বা একটু দর্শন, হোকনা তা ইথারে ভাসা।
ক্ষণিকের তরে হলেও
থেমে গেছে সব কর্মযজ্ঞ।
হয়তোবা,
আবার নতুন করে শুরু হবে সবকিছুই,
আবার শুরু হবে কোলাহল,
আবার শুরু হবে চলাচল,
আবার শুরু হবে উচ্ছলতা।
তবে কিসের ইঙ্গিত দিয়ে যায় সে,
এটা কি শুরুর শেষ,
নাকি শেষের শুরু?
কোন এক অজানা আতংকে-
থেমে গেছে কোলাহল,
থেমে গেছে চলাচল,
থেমে গেছে উচ্ছলতা।
নিজেরই অজান্তে,
কিম্বা নিজেরই ইচ্ছায়,
পরিচিত অথচ এক অপরিচিত গন্ডীতে
সীমিত পদচারণ-
ক্লিষ্ট গগনের পানে
নির্লিপ্ত চেয়ে ফেরা।
কে কোথায় আছো, পরিজনেরা?
সাড়া দাও!
কারণ মনটা খুব মুখিয়ে আছে,
স্বজনের সাথে একটু কথোপকথন,
কিম্বা একটু দর্শন, হোকনা তা ইথারে ভাসা।
ক্ষণিকের তরে হলেও
থেমে গেছে সব কর্মযজ্ঞ।
হয়তোবা,
আবার নতুন করে শুরু হবে সবকিছুই,
আবার শুরু হবে কোলাহল,
আবার শুরু হবে চলাচল,
আবার শুরু হবে উচ্ছলতা।
তবে কিসের ইঙ্গিত দিয়ে যায় সে,
এটা কি শুরুর শেষ,
নাকি শেষের শুরু?
No comments:
Post a Comment