ভাঙ্গা সাঁকো
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
বুদ্ধি-শুদ্ধি নেইকো মোটেই
মুক্খু-শুক্খু মানুষ,
তেলেসমাতি দেখেই গেলুম
হলেম রঙিন ফানুস।
বাসি ফুলে ভরে আছে
সখের ফুলদানি,
কথার পিছে কথা বলা
নয়তো চাট্টিখানি।
একই প্রলাপ, একই বিলাপ
শুনি প্রতি প্রাতে,
ঘুম তাড়ুয়া চিন্তাগুলো
চেপে বসে রাতে।
দিন বদলের খবর খানি
রাখতে পারিনাকো,
এমনি করে যায় চলে দিন
যেন ভাঙ্গা সাঁকো।
মুক্খু-শুক্খু মানুষ,
তেলেসমাতি দেখেই গেলুম
হলেম রঙিন ফানুস।
বাসি ফুলে ভরে আছে
সখের ফুলদানি,
কথার পিছে কথা বলা
নয়তো চাট্টিখানি।
একই প্রলাপ, একই বিলাপ
শুনি প্রতি প্রাতে,
ঘুম তাড়ুয়া চিন্তাগুলো
চেপে বসে রাতে।
দিন বদলের খবর খানি
রাখতে পারিনাকো,
এমনি করে যায় চলে দিন
যেন ভাঙ্গা সাঁকো।
No comments:
Post a Comment