হাতছানি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
গহন অরণ্য হাতছানি দিয়া ডাকে,
পাতায় পাতায় ভরা তরুলতায়
কি মায়া জড়ানো থাকে।
শুকনো পাতার মর্মর ধ্বনি
বেজে উঠে কোন সুরে,
হিজল, তমাল, শালের ছায়াতে
ডেকে নেয় সেই দূরে।
আঁকা বাঁকা সরু পথগুলো
মিশে গেছে ঐ সীমানায়,
ছায়াবীথি ঘেরা সবুজ বনানী
ডাকে তবু কোন ইসারায়।
ঘাসের শিশির পায়েতে জড়ায়ে
তবু হেঁটে চলে যাই,
রংধনু এসে হৃদয় ভরালো
তারই পানে ফিরে চাই।
পাতায় পাতায় ভরা তরুলতায়
কি মায়া জড়ানো থাকে।
শুকনো পাতার মর্মর ধ্বনি
বেজে উঠে কোন সুরে,
হিজল, তমাল, শালের ছায়াতে
ডেকে নেয় সেই দূরে।
আঁকা বাঁকা সরু পথগুলো
মিশে গেছে ঐ সীমানায়,
ছায়াবীথি ঘেরা সবুজ বনানী
ডাকে তবু কোন ইসারায়।
ঘাসের শিশির পায়েতে জড়ায়ে
তবু হেঁটে চলে যাই,
রংধনু এসে হৃদয় ভরালো
তারই পানে ফিরে চাই।
No comments:
Post a Comment