Thursday, July 30, 2020

ডেকে ফেরা
হাকিকুর রহমান 

ক্লিষ্ট গগনে নীরদেরা করে খেলা,
শূন্য হৃদয়ে কাটেনাতো এই বেলা।
লক্ষীপেঁচারা কেবল ঘুমাতে গেলো,
ফনিমনসার ফুল অসময়ে ফুটে কি পেলো।
রাত জাগানিয়া পাখিরা কি গেয়ে যায়,
অন্ধ কাননে ভ্রমর এক্ষণে কি যে চায়।
বসুধা জেগেছে ঘুম ভাঙ্গানিয়া গানে,
ভোরের হাওয়াতে পরশ লেগেছে প্রাণে।
পার্থসারথি ধাবমান হলো কোথা,
ব্রহ্মকমল ভাসমান হলো হোথা।
ময়ূরীর পানে ময়ূর চাহিয়া রয়,
বনপাপিয়া সুরে সুরে কি যে কয়।
দিবাকর আজি দেরীতে উঠিছে কেন?
তবুও হৃদয় ডেকে ফিরে কারে যেন।

No comments:

Post a Comment