Thursday, July 16, 2020

প্রত্যাবর্তন
হাকিকুর রহমান 

স্বপ্নভঙ্গ হইল কি অবশেষে?
পাঠোদ্ধার করা গেলোনাতো, নিয়তির লিখন!
অতঃপর, নিদারুণ বাস্তবতার নিরিখেই ইতস্ততঃ বিচরণ।
আত্মার পরিশুদ্ধতায়, তাঁহাকেই স্মরিবার তরে,
নিরূপিত নিরুপন।
আদিষ্ট প্রাপ্তিতে,
আর নহে কোন অর্থহীন অতিক্রমন।
কি মোহে ডাকিয়া লয়!
সকলই অলীক, সকলই নশ্বর,
সকলই দিবাগত হইলে, ঢাকিবে নিবিড় নিশীথের আঁধারে-
কপটতার প্রলুব্ধতা আর নহে,
নহে আর, অনাবশ্যক হৃদয়ের রক্তক্ষরণ।
ওহে অবিনশ্বর!
ব্যাপ্তিত হও মম অন্তরে,
তোমাতেই নিঃশর্ত প্রত্যাবর্তন।

No comments:

Post a Comment