মেধার বিকাশ
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
বিদ্যাপীঠের বিদ্যা নিতে,
দশ কেজির ব্যাগ পিঠে নিয়ে,
ছুটছে কোমলমতি শিশুরা-
বিদ্যাপীঠের সিঁড়ি ভাঙ্গতে যাচ্ছে পিঠটা বেঁকিয়ে,
করবে কি আর,
উপায়টাতো নেই।
খেয়ে-না-খেয়ে দিচ্ছে দৌড়,
আবার কোচিংএ-
অদ্ভুত এক শিক্ষাব্যবস্থার যাতাকলে পড়ে,
প্রাণ ত্রাহি ত্রাহি।
ক্ষণিকের সুখ পাচ্ছে,
জিপিএ ফাইভ, ইত্যাদি পেয়ে।
কিন্তু অবস্থা অতি ভিন্ন, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে-
যেখানে বেশ কয়েক বছর পিছিয়ে পড়ে,
শিক্ষাজ্যাম-এর ফলে।
তারপর, পাশ করে অনেকেই বরণ করে
অভিশপ্ত বেকারত্বের জীবন-
আর মেধাবীরা, গত্যন্তর না পেয়ে দেশ ছাড়ে-
ফেরে না আর কোনদিন,
বংশ পরাক্রমে রয়ে যায় সেথায়,
দেশ পড়ে মেধার ঘাটতিতে।
আর, যারা রয়ে যায় দেশে,
তারা প্রতিনিয়ত শিকার হয়,
নানারূপ প্রতিবন্ধকতার-
এর থেকে উত্তরণের পথ আছে কি!
দশ কেজির ব্যাগ পিঠে নিয়ে,
ছুটছে কোমলমতি শিশুরা-
বিদ্যাপীঠের সিঁড়ি ভাঙ্গতে যাচ্ছে পিঠটা বেঁকিয়ে,
করবে কি আর,
উপায়টাতো নেই।
খেয়ে-না-খেয়ে দিচ্ছে দৌড়,
আবার কোচিংএ-
অদ্ভুত এক শিক্ষাব্যবস্থার যাতাকলে পড়ে,
প্রাণ ত্রাহি ত্রাহি।
ক্ষণিকের সুখ পাচ্ছে,
জিপিএ ফাইভ, ইত্যাদি পেয়ে।
কিন্তু অবস্থা অতি ভিন্ন, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে-
যেখানে বেশ কয়েক বছর পিছিয়ে পড়ে,
শিক্ষাজ্যাম-এর ফলে।
তারপর, পাশ করে অনেকেই বরণ করে
অভিশপ্ত বেকারত্বের জীবন-
আর মেধাবীরা, গত্যন্তর না পেয়ে দেশ ছাড়ে-
ফেরে না আর কোনদিন,
বংশ পরাক্রমে রয়ে যায় সেথায়,
দেশ পড়ে মেধার ঘাটতিতে।
আর, যারা রয়ে যায় দেশে,
তারা প্রতিনিয়ত শিকার হয়,
নানারূপ প্রতিবন্ধকতার-
এর থেকে উত্তরণের পথ আছে কি!
No comments:
Post a Comment