বিদায়ী ফাগুন
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
ফাগুন চলিয়া যায়,
হৃদয়খানি কাহারে খুঁজিছে
ভরা এই দখিনায়।
কাহারে ফিরিয়া চাহে,
মরমের মাঝে বিরহের পলে
কোন সুরে সে যে গাহে।
ভাবনা কাঁদিয়া ফিরে,
পরাণের কথা রহিল পড়িয়া
ধীরে বহা যমুনার তীরে।
গোধূলি সাজিলো আজি,
দূরের গগনে মেঘের ছায়াতে
সাজিলো তারকারাজি।
জাগিলো পূর্ণ শশী,
স্মৃতির গহীনে জাগিলো যে হিয়া
তৃষিত হৃদয়ে পশী।
অখন্ড এই জোসনায়,
রূপালী আলোতে চিত্ত খুলিয়া
কেবা কাহারে চায়।
হৃদয়খানি কাহারে খুঁজিছে
ভরা এই দখিনায়।
কাহারে ফিরিয়া চাহে,
মরমের মাঝে বিরহের পলে
কোন সুরে সে যে গাহে।
ভাবনা কাঁদিয়া ফিরে,
পরাণের কথা রহিল পড়িয়া
ধীরে বহা যমুনার তীরে।
গোধূলি সাজিলো আজি,
দূরের গগনে মেঘের ছায়াতে
সাজিলো তারকারাজি।
জাগিলো পূর্ণ শশী,
স্মৃতির গহীনে জাগিলো যে হিয়া
তৃষিত হৃদয়ে পশী।
অখন্ড এই জোসনায়,
রূপালী আলোতে চিত্ত খুলিয়া
কেবা কাহারে চায়।
No comments:
Post a Comment