কর্ম
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
কর্ম হলো শক্তি মোদের
কর্ম করে শান্তি পাই,
নিঃস্ব হলেও স্বস্তি আছে
অকর্মাদের নেইকো ঠাঁই।
শক্ত হাতে দাঁড়টা ধরি
শক্ত হাতে হালটা বাই,
কাছে পিঠে যেটাই থাকুক
বেঁচে থাকার গানটা গাই।
ক্ষুদ্র হউক, তুচ্ছ হউক
কর্ম করে নিত্তি খাই,
খেটে খাওয়ার মাঝেই তো সুখ
বিন্দু তাতে লজ্জা নাই।
কর্ম করে শান্তি পাই,
নিঃস্ব হলেও স্বস্তি আছে
অকর্মাদের নেইকো ঠাঁই।
শক্ত হাতে দাঁড়টা ধরি
শক্ত হাতে হালটা বাই,
কাছে পিঠে যেটাই থাকুক
বেঁচে থাকার গানটা গাই।
ক্ষুদ্র হউক, তুচ্ছ হউক
কর্ম করে নিত্তি খাই,
খেটে খাওয়ার মাঝেই তো সুখ
বিন্দু তাতে লজ্জা নাই।
No comments:
Post a Comment