জলের কন্যা
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
জলের কন্যা চলিছে গেহতে
সিনান করিবার পরে,
স্নিগ্ধ ছায়াবীথি তাই চেয়ে রয়
তাহারে হেরিবার তরে।
মাতাল বাতাস ঘুরিছে সেথায়
ছড়ায়ে শরীরের ঘ্রাণ,
রূপার নূপুর পায়েতে বাজিছে
জুড়ায়ে যায় মন-প্রাণ।
কাজল মেখেছে দুই নয়নে
খোঁপাতে গুঁজেছে ফুল,
আলতা রাঙানো পায়েতে চলিছে
কানেতে দিয়েছে দুল।
নয়নে ভরেছে কোন ফটিকজল
কতনা গভীর মায়া,
ডাহুক-ডাহুকী গাহিয়া ফিরিছে
সোনা রং ভরা কায়া।
সিনান করিবার পরে,
স্নিগ্ধ ছায়াবীথি তাই চেয়ে রয়
তাহারে হেরিবার তরে।
মাতাল বাতাস ঘুরিছে সেথায়
ছড়ায়ে শরীরের ঘ্রাণ,
রূপার নূপুর পায়েতে বাজিছে
জুড়ায়ে যায় মন-প্রাণ।
কাজল মেখেছে দুই নয়নে
খোঁপাতে গুঁজেছে ফুল,
আলতা রাঙানো পায়েতে চলিছে
কানেতে দিয়েছে দুল।
নয়নে ভরেছে কোন ফটিকজল
কতনা গভীর মায়া,
ডাহুক-ডাহুকী গাহিয়া ফিরিছে
সোনা রং ভরা কায়া।
No comments:
Post a Comment