উপলব্ধি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
মসজিদ, মন্দির, ভজনালয়, উপসনালয়
সবই তো আজ হয়ে গেছে অবরুদ্ধ,
স্রষ্টা কি আজ হয়ে গেছে পাষাণ
হয়ে গেছে কি মোদের উপর এতই ক্রুদ্ধ।।
ফিরিছে আজিকে চারিদিকে হাহাকার,
শুনিতেছি শুধুই আর্তের চিৎকার।
বিশ্ব জুড়িয়া চলিছে শোকের মাতম
চিত্ত খুলিয়া উপলব্ধি করিতে হইবে তাহা
হয়ে নিজগুনে বিদগ্ধ।।
কালে কালে বাড়িয়াছে তো
প্রকৃতির কাছে কত ঋণ,
সেতো ঘুরে দাঁড়াবেই, কারণ
তাকে করেছি মোরা যত সঙ্গীণ।
ওহে মনুষ্যকুল!
বিবেকের ধ্বজাকে আজি ওড়াও,
নির্মোহ চিত্তে যত গরল,
যত পাপ আছে অন্তরে, তাদেরে পোড়াও।
বুঝিতে কি পেরেছো এতোদিনে
হয়েছে কত সহস্র ভুল, আর
হয়ে গেছোতো বহু আগেই
নিজেই নিজের বিরুদ্ধ।।
সবই তো আজ হয়ে গেছে অবরুদ্ধ,
স্রষ্টা কি আজ হয়ে গেছে পাষাণ
হয়ে গেছে কি মোদের উপর এতই ক্রুদ্ধ।।
ফিরিছে আজিকে চারিদিকে হাহাকার,
শুনিতেছি শুধুই আর্তের চিৎকার।
বিশ্ব জুড়িয়া চলিছে শোকের মাতম
চিত্ত খুলিয়া উপলব্ধি করিতে হইবে তাহা
হয়ে নিজগুনে বিদগ্ধ।।
কালে কালে বাড়িয়াছে তো
প্রকৃতির কাছে কত ঋণ,
সেতো ঘুরে দাঁড়াবেই, কারণ
তাকে করেছি মোরা যত সঙ্গীণ।
ওহে মনুষ্যকুল!
বিবেকের ধ্বজাকে আজি ওড়াও,
নির্মোহ চিত্তে যত গরল,
যত পাপ আছে অন্তরে, তাদেরে পোড়াও।
বুঝিতে কি পেরেছো এতোদিনে
হয়েছে কত সহস্র ভুল, আর
হয়ে গেছোতো বহু আগেই
নিজেই নিজের বিরুদ্ধ।।
ঘুরিয়া দাঁড়াও আজি
হওহে, নিজেই নিজের কাজী,
এখনও সময় আছে, শুধিবারে নিজেরে
নতুবা অচীরেই সকলে মিলে
হয়ে যেতে হবে স্তব্ধ।।
হওহে, নিজেই নিজের কাজী,
এখনও সময় আছে, শুধিবারে নিজেরে
নতুবা অচীরেই সকলে মিলে
হয়ে যেতে হবে স্তব্ধ।।
No comments:
Post a Comment