কবিতাখানি
হাকিকুর রহমান
তা কবিতাখানি শেষ করবো কি করে-
কলমের কালি তো গেলো ফুরিয়ে,
আর একটা না কেনা পর্যন্ত লেখা হচ্ছে না।
সেই যে কবে ঝর্ণা কলম ছিলো,
তখন কোনো চিন্তাই ছিলো না-
কালি ফুরিয়ে গেলেই ড্রপার দিয়ে একটু ভরে নিতাম,
আর কি স্বাচ্ছন্দ্যেই না লিখে যেতাম।
কালের বিবর্তনে সব বদলে গেছে,
নিবের বদলে এসেছে বল পয়েন্ট,
এসেছে কত প্রকারের জেল পেন।
অতশত বুঝিনা বাপু,
একটু নিরবিচ্ছিন্নভাবে লিখে যেতে চাই,
তা যে প্রকারেই হোক-
আর প্রাণের আকুতি দিয়ে চাই,
বেঁচে থাকুক সেগুলো অনাদিকাল ধরে।
No comments:
Post a Comment