Thursday, August 12, 2021

 

জীবনের উপাখ্যান
হাকিকুর রহমান 
 
পিদিমটা নিবু নিবু জ্বলে।
যতই প্রাণান্তকর প্রচেষ্টারত হইনা কেনো
ওকে আরও প্রজ্জ্বলিত করার,
তা, হয়না
কারণ, ওতো জন্ম থেকেই রাতকানা-
তবু, কুঁজোর কি আর সোজা হয়ে শোবার ইচ্ছে হয়না?
হাটুভাঙ্গা জলে হাতড়ে ফিরি নিজের ঠিকানাটা,
ওটা কেনো জানি জ্ঞান হবার পরেই হারিয়ে গিয়েছে-
তা গলা অবধি জলে নামবো কি?
ভেবে পাইনে।
হাপিত্যেশ!
তা করে কি লাভ?
পথটা তো আঁকাবাঁকাই-
ওটাকে কেউ কি আর সোজা করে আঁকতে পারবে?
সেই যে মালতি ঝরা ভোরে একবার হেঁটেছিলাম
কোনও এক অরণ্যের কুহকের মতন,
আর কোনোদিন খুঁজে পায়নিকো সেই পথের দিশাখানি-
জন্মান্তরের ব্যবধানেই রচিত হলো এই জীবনের উপাখ্যান।

No comments:

Post a Comment