Thursday, August 12, 2021

 

সম্মানের অর্ঘ্য
হাকিকুর রহমান 
 
নিদেনপক্ষে তিন পয়সাতেও
এখন আর বিকোয় না
সম্মানের অর্ঘ্য-
যজমানেরা আধা পয়সাতে
বিকিয়ে দিয়েছে
তা বহু আগেই।
নৈবদ্যের থালি
সেটা দেবতার,
নাকি কার?
জীবনের কর্মকান্ড সমূহ-
সেতো কোনও এক
পড়ন্ত বিকেলের পন্ডশ্রম।
কাকডাকা ভোরে শিউলি কুড়ুতে আসা
মালিনীর কুঁচবরণ মেয়েটা
আর ফুল খুঁজে পায় না-
কারণ, শরতের সকাল
আর আগের মতন নেই,
শিশিরবিন্দু জমেনা এখন আর
কচি দূর্বাঘাসে।
বিরহ!
সেটা আবার কি?
কোন অপয়ার ছলনা?
নৈকট্য?!
কতো প্রকারের-
তা জানা আছে?
তাও বিকিয়ে গেছে
আধো আলো-আঁধারের ভাম্যমানদের দেহতে।
বিবর্ণ চিত্র এঁকে
লাভ কি এখন,
এই ঘনঘোর অমাবস্যার রাতে?
(সংক্ষিপ্ত)
(লেখাটি জীবন থেকে নেয়া,
এখানে কোন রাজনৈতিক বক্তব্য নেই।
শেষ পর্যন্ত পড়ার জন্য অশেষ ধন্যবাদ।)

No comments:

Post a Comment