দম্ভ
হাকিকুর রহমান
হাউই বাজি উড়িয়া চলিলো
নীল আকাশের পানে,
অন্তরে তাহার অতিশয় গর্ব
তাহাকেও বুঝি সকলে তারকা কহিয়া জানে।
আহা! কি যে পরিতাপ
সেতো ক্ষণিকের প্রত্যাশা,
ছাই হইয়া পড়িলো সে ধরাতে
ভাঙিয়া গেলো তার যতো আশা।
হেরিয়া এহেন দৃশ্য
তারকা কহে হুতাশ ছাড়ি,
ছিলেতো সেথা অপরূপ সাজে
রুদ্র পবন তাহা নিলো কাড়ি।
No comments:
Post a Comment