নদীর কুলে
হাকিকুর রহমান
বাজলো যে কার মোহন বাঁশি
হাসলো সে কোন করুণ হাসি,
নদীর পাড়ে ঠাঁয় দাঁড়িয়ে কে যে ওই-
দেয় শিহরণ হৃদয় মাঝে
পড়ছে মনে সকাল-সাঁঝে
লহরীটা আগবাড়িয়ে ডাকলো কই-
বুক ফাটে তো মুখ ফোটেনা
গানের কথায় বোল ওঠেনা
আলো-আঁধার কেমন করে হলো সই-
পুলক ভরা কলাবতী
ভাঙলো মনের আতিপাতি
অঝোর ধারায় কুল দু’খানা হলো থই।
No comments:
Post a Comment