ঝড়ো হাওয়া
হাকিকুর রহমান
নীরদে নীরদে অতিশয় ঘর্ষণে হয় বজ্রের সৃষ্টি
তাহার সহিত গগন হইতে নামে অঝোর ধারায় বৃষ্টি।
পাখিকুল হয় যে সিক্ত, সিক্ত হয় যে মেঠোপথে পথচারী
সুউচ্চ বৃক্ষরাজি রহে অতীব ভীত-সন্ত্রস্ত ভারি।
তেমনি উচকিয়া উঠে নড়বড়ে ঘরের চালাখানি
দমকা হাওয়ার তোড়ে কখন যে অদৃশ্যমান হইবে কে জানি।
এমনি দিনেতে তরীটি বাঁধিয়া মাঝি উপবেশমান ঘাটে
নিশির আঁধার ঘিরিয়া চারিদিকে দিবাকর যায় পাটে।
(নীরদ – মেঘ, গগন - আকাশ।)
No comments:
Post a Comment