Thursday, August 12, 2021

 

অস্তরাগের আলো
হাকিকুর রহমান 
 
অস্তরাগের আলো
আসিয়া পড়িলো আঁখিতে মোর-
কাটিয়া গেলো
হৃদয়ের যত আঁধার ঘনঘোর।
বিমূর্ত ধরা তলে, অচেনা অনুরাগে
বিরহের বেলা শেষে, তবু কাঁদিয়া ফিরি-
সেই চিরচেনা সুরে, আবার গাহিয়া উঠি
ভাঙ্গনের তীরে, বিস্মৃতির বেলা ঘিরি।
জীবনের বালুকাবেলায়, হলোতো বিচরণ
মনে হয় অনাদিকালের তরে-
অরুন্ধতীর সাথে, কাটায়ে দিলাম কাল
এই বিস্মরণের চরাচরে।

No comments:

Post a Comment