ছড়াঃ মাছে ভাতে খেয়ে
হাকিকুর রহমান
কই, মাগুর, টাকি
কাদার ভেতর থাকি
খলসে, টেংরা, পুঁটি
ডাঙ্গার উপর উঠি
শোল, বোয়াল, রুই
জলের ধাঁরে থুই
পাবদা, চিতল, ফলি
কোন নামে যে বলি
ইলিশ, কাতল, কেটি
পদ্মা নদীর বেটি
মাছে-ভাতে খেয়ে
রইযে পাতে চেয়ে।
(ফলি- ফলই মাছ, কেটি- চেলা মাছ)
(“মাছে-ভাতে বাঙালি” এই প্রবাদটা এখন কাগজের পাতাতেই জায়গা নিয়েছে। আর ঐসব প্রান্তিক মাছগুলো প্রায় বিলুপ্ত। তাই একটু স্মরণ করার চেষ্টা করলাম।)
No comments:
Post a Comment