Thursday, August 12, 2021

 

ছড়াঃ খুকুমণি
হাকিকুর রহমান 
 
খুকুমণির সাথে আমার
হয়নি আলাপ আগে
তাইতো হেথায় রইছি বসে
ভোরের পূর্বরাগে।
সাগরপাড়ে থাকে সে যে
ঝিনুক কোড়ায় ভোরে
লাল কাকড়া মাড়িয়ে আমি
চাইযে প্রীতির ডোরে।
গজমতির মালা হয়ে
ঝুলবো তাহার গলে
ভোরের গানের পাখি হয়ে
ছুটবো তাদের দলে।

No comments:

Post a Comment