ছড়াঃ খুকুমণি
হাকিকুর রহমান
খুকুমণির সাথে আমার
হয়নি আলাপ আগে
তাইতো হেথায় রইছি বসে
ভোরের পূর্বরাগে।
সাগরপাড়ে থাকে সে যে
ঝিনুক কোড়ায় ভোরে
লাল কাকড়া মাড়িয়ে আমি
চাইযে প্রীতির ডোরে।
গজমতির মালা হয়ে
ঝুলবো তাহার গলে
ভোরের গানের পাখি হয়ে
ছুটবো তাদের দলে।
No comments:
Post a Comment