জোসনা ভরা রাতে
হাকিকুর রহমান
কুটিরখানি ছিলো যে তার
ভেন্না পাতায় ছাওয়া
তাতেই খুশি ছিলো সে যে
নেইকো চাওয়া-পাওয়া।
লতাপাতায় ঘেরা ছিলো
উঠোন হেশেল ঘর
সবার সাথে মিশতো সে যে
কেউ ছিলো না পর।
বাতাসেতে হেলতো যে তার
পুরান ঘরের বাতা
তবুও সুখী ছিলো সে যে
মাথায় দিয়ে ছাতা।
মাঁচার উপর খেলতো কতো
লাউ কুমড়ার ঝাঁড়
তাহার নিচে ছিলো ভরা
নটে শাঁকের আড়।
বউটি ছিলো অপরূপা
আট পেড়ে তার শাড়ি
সেদিন তাকে কাঁদিয়ে রেখে
গেলো মায়ের বাড়ি।
তার পরে সে উধাও হলো
আর আসেনি ফিরে
কিসের অসুখ হয়ে সে যে
মরলো নদীর তীরে।
ইহার পরে কেউ দেখেনি
সাঁঝে কিংবা প্রাতে
আজও নাকি কাঁদে সেথায়
জোসনা ভরা রাতে।
No comments:
Post a Comment